ভাই একটা ফুল নিবেন?
পিছনে ফিরে দেখে আমি অবাক হয়ে যাই, এতো গোলাপের চেও তাজা ফুল।
আমি :- নিব, কত করে প্রতি পিচ?:- ১০ টাকা করে।।
আমি :- আচ্ছা তোমার সাথে কি একটু কথা বলতে পারি??:- আচ্ছা ঠিক আছে,আমি :- তোমার নাম কি??
:- আমার নাম পাপড়ি।
(মনে মনে ভাবলাম নামটা কি মিথ্যে বলল)
আমি :- তোমরা ভাই বোন কয়জন?
পাপড়ি:- আমরা দুই বোন,
আমি :- তোমার বোনের নাম কি?
পাপড়ি :- আমি তার নাম রাখছি ময়না,
আমি :- তার মানে!! তোমার বোনের বয়স কত??
পাপড়ি :- মনে নাই, এই শুক্র বারের আগের শুক্র বারে হয়েছে?জানেন অনেক সুন্দর, পা অনেক লাল,
আমি :- ওহ, তাই নাকি?? আচ্ছা তোমার আব্বু কি করে??
পাপড়ি :- আব্বু আরেকটা বিয়ে করেছে, ৭ মাস ধরে আসেনা,
আমি :- কই আছে জানো কিছু??
পাপড়ি :- নাতো, বিয়ে করে নতুন মা নিয়ে আসছিল,আমার মার সাথে ঝগড়া করে চলে গেছে।
আমি :- তোমাদের সংসার কি ভাবে চলে??
পাপড়ি :- মা ফুল বেচতো, এখন অনেক দিন ধরে বেচতে পারে না, অনেক অসুখ,। যাইগা তাইলে,
আমি :- বস, তোমার সব ফুল আমরা নিব,
পাপড়ি :- সব নিবেন,?
আমি :- হুম,তোমাকে কাপড় পড়িয়ে দিছে কে??
(সাথে সাথে মুছকি হাসি দিল)
পাপড়ি :- পিঠা বেচে যে আন্টি আছে না, ঔ আন্টি পড়িয়ে দিছে।
আমি :- শাড়ি টা কার,
পাপড়ির:-পাশের বাসার সুমি ভাবি আাছে না, সেই দিছে, আমাকে অনেক কিছু দেয়,
আমি :- তাই নাকি, আচ্ছা কত টাকা বিক্রি করেছ দেখিতো।
পাপড়ি :- ৭০ টাকা, দাড়ান গুনে দেখাচ্ছি,
(৭০ টাকায় হল)
আমি :- ফুল গুলো কত টাকা দিয়ে নিকে আনছো,
পিপড়ি :- ১২০ টাকা, মাঝে মাঝে ১০০ টাকা লাগে,,,,
আমি:- কাল কত লাভ হয়েছিল?
পাপড়ি :- ২৭০ টাকা,
আমি :- স্কুলে যাওনা,?
পাপড়ি :- যাই,এখন কম পড়াই, আমি এবার থ্রিতে উঠেছি, আমারে নতুন বই দিছে,
(কথাটা আবেগ নিয়ে বলল)
আমি :- তোমার কাছ থেকে আমাকে ১৫ টা দেও,??
আচ্ছা দিতে হবে না,এই নেও ২০০ টাকা, তোমার কাছ থেকে আমাকে ৫০ টাকা দেও, ১৫ টা ফুলের দাম।
পাপড়ি :- এই নেন টাকা,
(ফুল গুনতেছে)
আমি :- ফুল নিব না, আমরা ফুল নিয়ে কি করবো,
(আমার সাথে পলাশও তাই বলল)
পাপড়ি :- ফুল না নিলে আমি টাকা নিবনা,,
আমি :- আরে আমি ফুল নিয়ে কি করবো, তোমার যে সময় নষ্ট করলাম, তুমি তো আমার বোনের মত।
পাপড়ি :- আচ্ছা তাহলে ২ টা নেন দুজনে,
পলাশ :- ঠিক আছে আমি নিচ্ছি, দাড়াও,,,,,,, এই নেও ২০ টাকা, এই দুটা আমি কিনে নিলাম।
আমি :- পাপড়ি, তুমি কতদিন ধরে ফুল বিক্রি কর??
পাপড়ি :- অনেক দিন,, মার সাথে বিক্রি করতাম, এখন মা তো,,,,,,,,
আমি :- আচ্ছা পাপড়ি, তোমার কি কষ্ট হয়না,
পাপড়ি:- হয়, একবার জেমের মধ্যে ফুল নিয়ে গেছগেছি,তখন আমার এই পায়ে উপর দিয়ে মটর সাইকেল গেছিল। (দেখালো)
আমি:- আহারে কষ্ট হয়নি?
পাপড়ি :- হয়েছে, আমি তো চিৎকার করছিলাম, পরে মটর সাইকেল ওয়ালা আমাকে ৫০০ টাকা দিয়ে রিক্সায় উঠায় দিছে।
আমি :- পাপড়ি চল আমরা কিছু খাই?
পাপড়ি :- না ভাইয়া, আমি তাইলে যাই-
আমি :- ঠিক আছে যাও, সাবধানে থাকবে,
পাপড়ি :- ঠিক আছে,,,,,,
(বলে চলে গেল, আমরাও চলে আসলাম)
পরিশেষে বলতে চাই,
প্রয়োজন না থাকলেও এদের কাছ থেকে একটা ফুল কিনা উচিত, কে জানে কে কতটা কষ্টে আছে,
পাপড়ির সাথে কথা না বললে বুঝতামই না পাপড়ি কতটা অসহায়,
""ওরাতো তখনই ভাতের গন্ধ পায়,
যখন আপনি একটা ফুলের গন্ধ নিবেন""
ভালো লাগলে একটা #share দিয়ে
(Copy from a facebook page)
No comments:
Post a Comment