Tuesday, January 28, 2020

Electricity fare

বিদ্যুৎ অফিসের সামনে চায়ের দোকানে কলা ঝুলিয়ে রেখেছে বিক্রির জন্যে!




বিদ্যুৎ অফিসের এক প্রকৌশলী চা খাওয়ার সময় জিজ্ঞেস করলো ভাই কলার দাম কতো?? 

দোকানদারঃ কি কাজে কলা ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কলার দাম!!

প্রকৌশলীঃ মানে কি ?!?

দোকানদারঃ যদি কোন মিলাদ বা ধর্মীয় কাজে নেন তাহলে দুই টাকা পিচ, যদি রুগির জন্যে নেন তাহলে ৩টাকা পিচ, আর যদি নিজে খাওয়ার জন্যে নেন তবে ৫ টাকা পিচ!!

প্রকৌশলীঃ ইয়ার্কি কর, একই কলার দাম বিভিন্ন হয়?! 

দোকানদারঃ একই খুঁটি হতে বিদ্যুৎ বাসায় গেলে একদর, দোকানে গেলে আরেক দর, কারখানায় গেলে আরেক দর। তাহলে আমার কলা কি দোষ করলো?!?

বাজ পাখী কখনই বৃদ্দ হয়না

#শিক্ষামুলক_পোস্ট
বাজ পাখী কখনই বৃদ্দ হয়না
♥বাজ পাখী প্রায় ৭০ বছর জীবিত থাকে !
কিন্তু ৪০ আসতেই ওকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় !
ওই সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে !!!
১. থাবা ( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।। শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।।।
২. ঠোঁট টা সামনের দিকে মুড়ে যায়।।। ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।
৩. ডানা ভারী হয়ে যায়।। এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়ান সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে।।। ওর কাছে তিনটে পথ খোলা থাকে।
.
১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।
.
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।। সেখানে বাসা বাঁধে।। আর শুরু করে নতূন প্রচেষ্টা।
সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে। এর থেকে যন্ত্রণা আর হয় না।।। একইরকম ভাবে নখ গুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতূন নখ ও ঠোঁট গজানোর।।।
নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্ত পালক গুলো ছিড়ে ফেলে।। কষ্ট সহ্য করে অপেক্ষা করতে থাকে নতূন পালকের।। ১৫০ দিনের যন্ত্রণা ও প্রতীক্ষার পর সে সব নতূন করে পায়।। পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।
এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও গরিমা নিয়ে।।
ইচ্ছা,সক্রিয়তা ও কল্পনা... আমাদের দুর্বল হয়ে পড়ে ৪০ আসতেই।।। অর্ধজীবনেই আমাদের উৎসাহ, আকাঙ্খা,শক্তি কমে যায়।
আমাদেরও আলস্য উৎপন্নকারী মানসিকতা ত্যাগ করে,অতীতের ভারাক্রান্ত মন কে সরিয়ে ও জীবনের বিবশতা কে কাটিয়ে ফেলতে হবে বাজের ঠোঁট,ডানা আর থাবার মত।।।
১৫০ দিন না হলেও ১মাসও যদি আমরা চেষ্টা করি তাহলে আবার আমরা পাবো নতূন উদ্যম, অভিজ্ঞতা ও অন্তহীন শক্তি।।।
নিজেকে কখনোই হারাতে দেবেন না আর হার ও মানবেন না!!!!

কেনেদৰে জীৱন অতিবাহিত কৰিব?

কেনেদৰে জীৱন অতিবাহিত কৰিব?

মাইকেল জ্যাকচনে ১৫০ বছৰ জীয়াই থাকিব বিচাৰিছিল ।
কাৰোবাৰ লগত কৰমৰ্দন কৰোতে গ্লোভ্স পিন্ধিছিল, মুখত মাস্ক লগাইছিল।
নিজৰ স্বাস্থ্যৰ বাবে ঘৰতেই ১২ জন ডাক্তৰ নিযুক্তি দি থৈছিল, যি সকলে তেওঁৰ মূৰৰ চুলিৰ পৰা ভৰিৰ নখলৈকে সদায় পৰীক্ষা কৰিছিল। আহাৰ লেৱৰেটৰিত পৰীক্ষা কৰি খুৱোওৱা হৈছিল।
প্রতিদিন ব্যায়াম কৰাবলৈ ১৫ জনকৈ মানুহ আছিল।
মাইকেল জ্যাকচন ১৫০ বছৰ জীয়াই থকাৰ লক্ষ্যৰে আগবাঢ়ি আছিল। 
Oxygen যুক্ত বিচনাত শুইছিল।
নিজৰ বাবে Organ Doner ৰেডি কৰি থৈছিল, যি সকলৰ সকলো খৰচ নিজে বহন কৰিছিল সমস্ত ,যাতে হঠাৎ প্ৰয়োজন হলে তেওঁলোকে Kidney, Lungs,Eye etc organ মাইকেলক দিব পাৰে।
নোৱাৰিলে। হাৰি গ'ল। মাত্র ৫০ বছৰীয়া জীৱনত।
25th June 2009 চনত তেওঁৰ হৃদপিণ্ড স্তব্ধ হৈ গ'ল।
নিজৰ ঘৰত থকা ১২ জন ডাক্তৰৰ চেষ্টাই কোনো কামত নাহিল।
Los Angeles, California ৰ সকলো ডাক্তৰ একেলগে চেষ্টা কৰিও তেওঁক বচাব নোৱাৰিলে। 
জীবনৰ শেষৰ  ২৫ বছৰ ডাক্তৰৰ  পৰামর্শ নোলোৱাকৈ এখোজো আগ নাবাঢ়িছিল।।
যি নিজকে ১৫০ বছৰ জীয়াই থকাৰ স্বপ্ন দেখুৱাইছিল । তেওঁৰ  স্বপ্ন আধৰুৱা হৈ থাকিল।
মাইকেল জ্যাকচনৰ অন্তিমযাত্রা 2.5 million মানুহে Live দেখিছিল, যি  আজিলৈকে আটাইতকৈ ডাঙৰ Live telecast আছিল। তেওঁৰ মৃত্যুৰ দিনা অর্থাৎ 25th June 2009, 3.15pm Wikipedia, Twitter, AOL's Instant massenger বন্ধ হৈ গৈছিল। Google ত ৮ lakh লোকে একেলগে মাইকেল জ্যাকচন সার্চ কৰিছিল। অতিৰিক্ত সার্চৰ বাবে Google traffic জেম হৈ গৈছিল, প্রায় আঢ়ৈ ঘণ্টা Google সাৰ্চ ইঞ্জিন বন্ধ হৈ পৰিছিল।
মৃত্যুক চেলেঞ্জ কৰিবলৈ  গৈ নিজেই চেলেঞ্জৰ ওচৰত হাৰ মানিলে।
সজোৱা পৃথিৱীৰ,সজাই থোৱা জীৱনে স্বাভাবিক মৃত্যুৰ সলনি  সজোৱা মৃত্যুকেই আলিঙ্গন কৰে।এইটোৱেই নিয়ম।
"क्यों करते हो गुरुर अपने चार दिन के ठाठ पर ,
 मुठ्ठी भी खाली रहेंगी जब पहुँचोगे घाट पर"...
(কিহৰ অহংকাৰ, কিহৰ গৰ্ব, এই দুদিনীয়া জীৱনত? এদিন শূণ্য হাতে, খালি ভৰিৰে পৌছি যাব শ্মশানত।)

এতিয়া অলপ চিন্তা কৰক।
১.আমিবোৰে কি Builder, Engineer,Designer,Caterer, Decorator's সকলৰ বাবে উপাৰ্জন কৰি আছো?
২. দামী ঘৰ ,গাড়ী, বিলাসবহুল বিয়া দেখুৱাই  আমি কাক Impressed কৰিছো?
৩. আপোনাৰ নিজৰেই  মনত আছে জানো দুদিন আগত কাৰোবাৰ বিয়াত কি কি খাইছিল?
৪.  জীবনত কিয়  আমি পশুৰ দৰে খাটি আছো ? 
৫. আগন্তুক কিমান Generation ৰ বাবে  খোৱা বোৱা , পালন পোষণৰ ব্যবস্থা কৰি  যাম?
৬. আমাৰ  বেচিভাগৰেই ২টা বা ১ টাকৈ সন্তান। আমাৰ জীৱনৰ প্রয়োজন কিমানখিনি আৰু কিমানখিনি পাব বিচাৰো কেতিয়াবা ভাবিছেনে?
৭. আমি এনেধৰনে চিন্তা কৰোনেকি যে আমাৰ সন্তান সন্ততিয়ে নিজে উপাৰ্জন কৰি খাব নোৱাৰিব, সেয়ে তেওঁলোকৰ বাবে অতিৰিক্ত Savings কৰাটো বৰ জৰুৰী নেকি?
৮. আপুনি কি সপ্তাহটোৰ কোনোবা দিনা  নিজৰ পৰিয়াল, বন্ধু বান্ধৱ, বা নিজৰ বাবে খৰচ কৰেনে?
৯. আপোনাৰ আয়ৰ ৫% ও নিজৰ সুখ আৰু আনন্দৰ বাবে  ব্যয় কৰেনে?
১০. আমি অর্থ উপার্জনৰ লগতে জীৱনৰ আনন্দ কিয় নাপাওঁ?
উত্তৰ হব না না না!!!!!!!!!
ভাবোতে ভাবোতে হয়তো Sleep Disc, কোলেস্টেৰেল, অনিদ্রাই আপোনাৰ হার্ট ব্লক কৰি দিব।
সাৰমর্ম
নিজৰ আনন্দৰ  বাবে সময় দিয়ক। আমি কোনোৱেই কোনো সম্পত্তিৰ মালিক নহয়, কেৱল কিছু কাগজপত্রত অস্থায়ীৰূপে আমাৰ নাম লিখা থাকে।
যেতিয়া আমি কওঁ "এইখিনিৰ মালিক মই "
ঈশ্বৰে তেতিয়া ব্যঙ্গ হাঁহি হাঁহে। 
কাৰোবাৰ দামী গাড়ী,বাহাৰী  পোচাক দেখি তেওঁৰ ওপৰত ধাৰণা নলব। 
আমাৰ মহান গণিত ও বিজ্ঞানৰ শিক্ষক সকলে Cycle/Scooter ৰেৰেই যাতায়াত কৰে।
ধনী হোৱা অপৰাধ নহয়,  মাত্র অর্থৰ বাবেই ধনী হোৱাটোহে অপৰাধ।
জীৱনক Control কৰক নহলে জীৱনে এদিন আপোনাক Control কৰিব।

(Copied from  source)

Thursday, January 23, 2020

Pop Legend Cat Stevens, who converted to lIslam (source: Instagram)

Pop Legend Cat Stevens, who converted to lIslam many years ago and since then has been called Yusuf Islam, caused a big fuss in the media during a visit to Turkey.
.
One of the journalists from the Turkish news agency asked him the following question: "What do you say about Islam that you have now accepted which allows a man to marry four women? How can you logically justify this? How could you accept something like this as a westerner and an enlightened musician?" Yusuf Islam replied, "You claim to know my previous state. .
Before l became Muslim, I was with so many women that I don't even know how many there were. I wouldn't even know if I had children from these women. When I lead such a depraved life, you were thrilled by me. Now I have become Muslim and I'm only married to one woman. I don't intend to marry a second woman either.
.
Just as the Islamic order of life allows the man to marry up to four women, it also imposes on hima number of duties regarding women and children. In the west, there is no such responsibility.
.
A child doesn't know his father and a father leaves this world without even once seeing his children

Wednesday, January 22, 2020

দরিদ্র মেয়ের পাপড়ির গল্প

ভাই একটা ফুল নিবেন? 
পিছনে ফিরে দেখে আমি অবাক হয়ে যাই, এতো গোলাপের চেও তাজা ফুল।
আমি :- নিব, কত করে প্রতি পিচ?:- ১০ টাকা করে।।
আমি :- আচ্ছা তোমার সাথে কি একটু কথা বলতে পারি??:- আচ্ছা ঠিক আছে,আমি :- তোমার নাম কি??
:- আমার নাম পাপড়ি।
(মনে মনে ভাবলাম নামটা কি মিথ্যে বলল)
আমি :- তোমরা ভাই বোন কয়জন?
পাপড়ি:- আমরা দুই বোন,
আমি :- তোমার বোনের নাম কি?
পাপড়ি :- আমি তার নাম রাখছি ময়না,
আমি :- তার মানে!! তোমার বোনের বয়স কত??
পাপড়ি :- মনে নাই, এই শুক্র বারের আগের শুক্র বারে হয়েছে?জানেন অনেক সুন্দর, পা অনেক লাল,
আমি :- ওহ, তাই নাকি?? আচ্ছা তোমার আব্বু কি করে??
পাপড়ি :- আব্বু আরেকটা বিয়ে করেছে, ৭ মাস ধরে আসেনা,
আমি :- কই আছে জানো কিছু??
পাপড়ি :- নাতো, বিয়ে করে নতুন মা নিয়ে আসছিল,আমার মার সাথে ঝগড়া করে চলে গেছে।
আমি :- তোমাদের সংসার কি ভাবে চলে??
পাপড়ি :- মা ফুল বেচতো, এখন অনেক দিন ধরে বেচতে পারে না, অনেক অসুখ,। যাইগা তাইলে,
আমি :- বস, তোমার সব ফুল আমরা নিব,
পাপড়ি :- সব নিবেন,?  
আমি :- হুম,তোমাকে কাপড় পড়িয়ে দিছে কে??
(সাথে সাথে মুছকি হাসি দিল)
পাপড়ি :- পিঠা বেচে যে আন্টি আছে না, ঔ আন্টি পড়িয়ে দিছে।
আমি :- শাড়ি টা কার,
পাপড়ির:-পাশের বাসার সুমি ভাবি আাছে না, সেই দিছে, আমাকে অনেক কিছু দেয়,

আমি :-  তাই নাকি, আচ্ছা কত টাকা বিক্রি করেছ দেখিতো।
পাপড়ি :- ৭০ টাকা, দাড়ান গুনে দেখাচ্ছি,
            (৭০ টাকায় হল)
আমি :- ফুল গুলো কত টাকা দিয়ে নিকে আনছো,
পিপড়ি :- ১২০ টাকা, মাঝে মাঝে ১০০ টাকা লাগে,,,,
আমি:- কাল কত লাভ হয়েছিল?
পাপড়ি :- ২৭০ টাকা,
আমি :- স্কুলে যাওনা,?
পাপড়ি :- যাই,এখন কম পড়াই, আমি এবার থ্রিতে উঠেছি, আমারে নতুন বই দিছে, 
(কথাটা আবেগ নিয়ে বলল)
আমি :- তোমার কাছ থেকে আমাকে ১৫ টা দেও,??
আচ্ছা দিতে হবে না,এই নেও ২০০ টাকা, তোমার কাছ থেকে আমাকে ৫০ টাকা দেও, ১৫ টা ফুলের দাম।
পাপড়ি :- এই নেন টাকা,
                    (ফুল গুনতেছে)
আমি :- ফুল নিব না, আমরা ফুল নিয়ে কি করবো, 
            (আমার সাথে পলাশও তাই বলল)
পাপড়ি :- ফুল না নিলে আমি টাকা নিবনা,,
আমি :- আরে আমি ফুল নিয়ে কি করবো, তোমার যে সময় নষ্ট করলাম, তুমি তো আমার বোনের মত।
পাপড়ি :- আচ্ছা তাহলে ২ টা নেন দুজনে,
পলাশ :- ঠিক আছে আমি নিচ্ছি, দাড়াও,,,,,,,  এই নেও ২০ টাকা, এই দুটা আমি কিনে নিলাম।
আমি :- পাপড়ি, তুমি কতদিন ধরে ফুল বিক্রি কর??
পাপড়ি :- অনেক দিন,, মার সাথে বিক্রি করতাম, এখন মা তো,,,,,,,,
আমি :- আচ্ছা পাপড়ি, তোমার কি কষ্ট হয়না, 
পাপড়ি:- হয়, একবার জেমের মধ্যে  ফুল নিয়ে গেছগেছি,তখন আমার এই পায়ে উপর দিয়ে মটর সাইকেল গেছিল। (দেখালো)
আমি:- আহারে কষ্ট হয়নি?
পাপড়ি :- হয়েছে, আমি তো চিৎকার করছিলাম, পরে মটর সাইকেল ওয়ালা আমাকে ৫০০ টাকা দিয়ে রিক্সায় উঠায় দিছে। 
আমি :- পাপড়ি চল আমরা কিছু খাই?
পাপড়ি :- না ভাইয়া, আমি তাইলে যাই-
আমি :- ঠিক আছে যাও, সাবধানে থাকবে,
পাপড়ি :- ঠিক আছে,,,,,,
 (বলে চলে গেল, আমরাও চলে আসলাম)

পরিশেষে বলতে চাই, 
প্রয়োজন না থাকলেও এদের কাছ থেকে একটা ফুল কিনা উচিত, কে জানে কে কতটা কষ্টে আছে,
পাপড়ির সাথে কথা না বললে বুঝতামই না পাপড়ি কতটা অসহায়,

""ওরাতো তখনই ভাতের গন্ধ পায়,
যখন আপনি একটা ফুলের গন্ধ নিবেন""

ভালো লাগলে একটা #share দিয়ে 
(Copy from a facebook page)

Monday, January 20, 2020

Why The PROPHET saw Married Aysha (ra)

Why the prophet married Aisha?(radiya Allahu anha)??
The most criticized topic in islam,so let's start bismiAllah🌸
.
We need to understand that people at that time married at early ages..its seems abnormal nowadays but it was normal at that time. Just going back to my grandma who got married at 16 so only few years ago it was a normal thing, something that had nothing to do with pedophilia.
.
Now let's see some examples from the history:
*Saint Augustine married a girl aged of 10 .
*King Richard ll of England he married a girl aged of 8
*Margaret Beaufort, (age 7) was married to John de la Pole
Until the 12th century, marriages in the Catholic church of people 12 years and younger were normal.
.
So as we can see it was a very normal thing in fact even the daughter of the prophet Ruqaya (radiya Allahu anha) got married at the age of 9.
.
In Islam a girl can't marry without her consense and the father consense and a woman have the right to divorce also ...now you will tell me(but she was 9 she didn't know) ok right but then she got older why she didn't divorce or talk about it after he died?simple cause he never ever abused or raped her or did any harm to her.
.
Something we cannot deny is that the prophet was called by his enemies a crazy,magician but he wasn't knows of being a pedophile and that's shows again that it was something normal that time.
.
You thinking he liked young girls? Wrong if it was the case he wouldn't marry divorced and widow women,in fact his first wife and first love was a woman who was aged of 40 married he her when he was 25, actually Aisha (radiya Allahu anah) was the only young wife he had.
.
Now a point aside for Muslims we need also to know that it wasn't really just a marriage it was also a revelation from Allah since the prophet Mohammed (salla Allahu alayhi wa Salam) saw her twice in his dreams.
.
Hope it was helpful enough 🖤
.
.
#prophet #muslims #islam #sunnah #aisha #age #path#faith #reminders #dawahsister #dawah #dawahteam#dawahpage #dawah_for_muslims #italiangirl#algeriangirl #marriage

Saturday, January 11, 2020

Story of a good wife

deen.sisters It was said that once a brother saw a girl walking in niqab,he asked for her address and went to ask her hand from her mahrams..
*
When he spoke to the sister she asked :"do you pray?" He replied:"yes I do"
*
She asked:"did you memorize the holy Quran?" He replied:" no I didn't.."
*
She said:"Let's memorize it together"

The brother said:" I eagerly look for it" *
*
The sister agreed to marry him only on the condition that he memorize with her the holy Quran and they got engaged...
*
Months after the wedding, the couple came to visit the parents of the sister and once the husband was sitting discussing with the father he asked:"how are things going on with my daughter?"

The brother replied:"perfect! Your daughter is amazing! I was blessed by having her as a wife and we both helped each other and we memorized the holy Quran together after months of working on it!"

The father was surprised he didn't understand what his son in law meant so he said :"what do you mean? My daughter had memorized the holy Quran years ago!!"

The husband was in shock, so he turned to look at his wife and then he smiled and understood what she tried to do, he understood that she wanted him to memorize the Quran and to motivate him she pretended to be at the same level as him to get him closer to Allah❤️
*
My dear brothers and sisters, when you look for a spouse look for someone who is on deen someone who would help you get to jannah not someone who would drag you to jahanam, look for someone who will help you get closer to Allah and be the example for your future children, and the reason why there is so many divorces it's that people now marry for looks and money etc, and at the end they get deceived...
*
In the ancient times when a brother wanted to get married he said to his mother:"I want a good woman" and his mother replied:"let me see with such and such they have a good daughter" but in our time the brothers say;"I want a tall, blonde, with beautiful body and pretty face" and the sisters would be like:"I want a rich man with a beautiful car,handsome etc" and we wonder why we are not happy?

Accept as you are

 I am not perfect, I come with both my good side and bad side, and with my imperfections *
*
Don't get me wrong, we all have our insecurities and I do have mine! Before I used to feel bad about them and feel sad, I always had this obsession to be tall and felt so insecure about being short in height ( yup I belong to the shorties category 😂 don't be fooled by the pictures I have a good photographer that makes me look taller 😆)...
*
I used to envy models and I remembered once, I was 25 I think I was at masjid and a woman asked Me how was high school and if I had good grades 😐 I always looked younger and when I was 15 it was a real struggle to see all girls my age get taller while I was short and thin 😂 ,I was sad and ask Allah why can't he make me taller 😩 I also had other insecurities like wanting bigger eyes and other things.. *
*
Once I was guided I learned to accept my self and I felt happy, there is verse in the holy Quran that gave me so much confidence that I started to actually love my short height 😊 it's where Allah say :" and we created you in the best shape" which means that I can never be more prettier than how Allah made me even if I changed what I wanted to change and it means that Allah find me beautiful and it made me cry 😢 the lord of the world himself desgined me as he wanted and created me in the image that he wanted and he is the best of designers and creator 💘
*
I told my self :"why would the opinion of the creation matter if the crestor himself the king of the worlds find me beautiful the way I am with my short height and milky skin and small eyes!!" *
I used to wear so much make up to get bigger eyes and sometimes when I look at the old me I hate that girl who wanted so badly to change herself, I learned to love my bare face and find it more beautiful then a face full of make up like it's not even me anymore! *
*
Wallahi my sisters, you are all beautiful, each one of you is unique and each one of you has her own charm so don't fall for stupid besuty standdards invented by corrupted society like big eyes, small nose and fair skin etc, don't be another copy of someone else and be you 💕 by a #instagramer