আমার রাতের আকাশ
দ্বিতীয় পর্ব ..
পাশে যেতেই
ই উনি বললেন ,,
তুমি অপর্ণা ?
হে দিদিমনি ,,আমি অপর্ণা ,গোপাল বুঝি আপনাকে আমার নাম খানা বলে দিয়েছে !
হে,অপর্ণা গোপাল আরও বলেছে তোমার একখানা কাজের খুব দরকার ..আর তোমার পরিবারের দায়িত্ব এখন তোমার ই ..
হে দিদিমনি ,ঠিক তাই বাবা হটাৎ করে চলে গেলেন ,,আমি ছাড়া আমার মা ভাই বোনদের দেখা শোনা করার আর কেউ নেই ...
হুমমমম,,বোঝলাম ....তোমাকে তো আমার সাথে শহরে যেতে হবে ...ওখানে অনেক মেয়েরা থাকে তাদের সাথে তুমিও কাজ করবে ...আর মাসে একবার এসে বাড়ীতে পয়সা দিয়ে যাবে ...
কিন্তু,দিদিমনি আমার মা খুব বোকা ,দিদি কথা বলতে পারে না কানে ও শুনে না ..ছোট ভাইবোন গুলো খুবই ছোট ..আমি বাড়ীতে না থাকলে তাদের দেখাশোনা কে করবে ,,গ্রামের আশেপাশে কিংবা গ্রামেই যদি কোনো কাজ জোগাড় হয়ে যেতো..
দেখো অপর্ণা তাহলে আমি নিরুপায় ,,আর তার সঙ্গে দুঃক্ষিত তোমার কোনো সাহায্য করতে পারলাম না ,,,,বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন ...কিংকর্তব্যবিমূড় আমি অসহায়ের মতো গোপালের দিকে তাকাতেই সে বলে উঠলো ,,,,,বাড়ীর চিন্তা করিস না অপু আমি ওদের দেখাশোনা করবো ...তুই দিদিমনির সাথে কাজে যা ,,আরে পাগলী পয়সা ছাড়া তুই বাড়ীর লোকেদের দেখাশোনা কি করে করবি ...
অগত্যা গোপালের কোথায় রাজি হয়ে দিদিমনির হাত ধরে শহরের উদ্দেশে রওয়ানা হলাম ..
গ্রাম ছেড়ে অল্প দূর যেতেই একটি হলুদ রঙের গাড়ীর পাশে যেয়ে দিদিমনির গাড়ীটি দাড়িয়ে পড়লো ..ইংরেজিতে খুব বেশি কাঁচা থাকলেও গাড়ির উপর টেক্সি লিখাটা পড়তে পারলাম ...গোপাল সামনের সিটে আমি আর দিদিমনি পেছনের সিটে...গাড়ি থামতেই গোপাল নেমে এসে পেছনের গেইট খোলে আমাকে নেমে আসতে বললো ...
নেমে আসলাম ,,দিদিমনির গাড়িটা হুস করে বড়ো রাস্তা ধরে বেরিয়ে গেলো ...
গোপালের পিছন পিছন হলুদ গাড়িতে উঠে বসলাম ,,,বুকের মধ্যে চাপা ব্যাথা ,,মা দিদি ভাইবোন সবার কথা মনে পরতে লাগলো ..কি করছে ওরা !!,ঠিক মতো খাওয়া দাওয়া করবে তো ,,,দিদিমনি কিছু পয়সা দিয়েছিলেন ,,,আসার সময় মায়ের হাতে গুঁজে দিয়ে বোঝেশুনে খরচ করো মা বলে এলাম ...চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিলো ..পারলাম না ...গাড়িতে আরো একটি মেয়ে ও ছেলেকে দেখে ...মনে হচ্ছিলো গোপাল ওই ছেলেটির সাথে ইশারায় কিছু বলছিলো ..
অনামিকা (Anamika)
No comments:
Post a Comment