Thursday, August 29, 2019

অসমৰ ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জী ২০১৯ লৈ অসম নাগৰিক সমাজৰ আদৰণি



গুৱাহাটী, ২৯ আগষ্ট,২০১৯: মাত্ৰ দুটা দিনৰ পিছতে ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীৰ চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাব৷ তাত কিমান মানুহৰ নাম থাকিব আৰু তাৰ পৰা কিমান মানুহৰ  নাম বাদ পৰিব- সেই বিষয়ে ইতিমধ্যে মানুহৰ মাজত নানা জল্পনা-কল্পনা আৰম্ভ হৈছে৷ চাবলৈ গ'লে, আজি একবিংশ শতিকাত এনে এখন নাগৰিক পঞ্জী প্ৰস্তুত কৰাটো এফালৰ পৰা এক নোহোৱা- নোপজা কথা৷ কিন্তু অসমত কিয় এনে এখন নাগৰিক পঞ্জী প্ৰস্তুত কৰিবলগীয়া হ'ল তাৰ  এক ঐতিহাসিক পটভূমি আছে৷ আৰ্থ-সামাজিক, ৰাজনৈতিক আৰু অন্যান্য কাৰণত চুবুৰীয়া অঞ্চলৰ পৰা দেশ বিভাজনৰ আগতে আৰু পিছতো অসমলৈ বুজন সংখ্যক লোকৰ প্ৰব্ৰজন হোৱাটো এক ঐতিহাসিক সত্য৷ বাহিৰৰ মানুহ আহি অসমত আগৰে পৰা বসতি কৰি থকা মানুহখিনিৰ অস্তিত্বই বিপন্ন কৰি পেলাব পাৰে বুলি অসমীয়া মানুহৰ মাজত এক শংকা গা কৰি উঠিছিল আৰু তাৰেই বহিৰ্প্ৰকাশ আছিল ছবছৰীয়া অসম আন্দোলনটো৷ অসমত কিমান বিদেশী আছে, সেইলৈ এতিয়ালৈকে 'নানা মুনিৰ নানা মত' তত্ত্ব চলি আছিল৷ কোন বিদেশী, কোন স্বদেশী সেইটো নিৰ্ধাৰণ কৰাৰ কোনো সৰ্বসন্মত মাপকাঠী ওলোৱা নাছিল৷ কিন্তু অসম চুক্তিৰ ফলত প্ৰথমবাৰৰ বাবে আমি তেনে মাপকাঠী এটা পালোঁ৷ সকলোৱেই মানি ল'লে যে ১৯৭১ চনৰ ২৫ মাৰ্চৰ পিছত অসমত সোমোৱা সকলো মানুহকে বিদেশী বুলি ঘোষণা কৰিব লাগে৷কোন স্বদেশী, কোন বিদেশী চিনি উলিয়াবলৈ অসমীয়া ৰাইজৰ জনমতৰ আধাৰত চৰকাৰী বিধিপথালি অতিক্ৰমি ১৯৫১ চনৰ নাগৰিক পঞ্জীক ভিত্তি হিচাপে লৈ অসমৰ প্ৰকৃত বাসিন্দা সকলৰ তালিকা এখন প্ৰস্তুত কৰা প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হ'ল৷ কামটো আশানুৰূপভাৱে আগনবঢ়া দেখি, সময়ত ভাৰতৰ উচ্চতম ন্যায়ালয়ে ইয়াত হস্তক্ষেপ কৰিবলৈ বাধ্য হ'ল৷  উচ্চতম ন্যায়ালয়ৰ হস্তক্ষেপ আৰু প্ৰত্যক্ষ তদাৰকীৰ কাৰণেই এতিয়া ৩১ আগষ্টৰ দিনা অসমৰ সংশোধিত চূড়ান্ত নাগৰিক পঞ্জী প্ৰকাশৰ পথ প্ৰশস্ত হৈছে৷ এই মুহূৰ্তত দুটা পক্ষই এন আৰ চিখনৰ  বিৰোধিতা  কৰিছে৷ এটা পক্ষই ২১ শতিকাত এনে তালিকা এখন প্ৰস্তুত কৰাটোৱেই এক অমানবীয় আৰু বহিৰাগত বিদ্বেষী কাৰ্য বুলি অভিহিত কৰিব বিচাৰিছে৷ এওঁলোকৰ লগত  এটা দেশীয় আৰু আন্তৰ্জাতিক মহলো জড়িতহৈ আছে৷ বিদেশী নাগৰিক সমস্যাই অসমৰ সমাজ জীৱনত ইমান দিনে কি জটিলতা আৰু উত্তেজনাৰ সৃষ্টি কৰি আহিছে, অসমীয়া মানুহৰ মনত কি শংকাৰ জন্ম দিছে আৰু ৰাজ্যখনত বাস কৰা এচাম ধৰ্মীয় আৰু ভাষিক সংখ্যালঘুক  ই কি অনিশ্চয়তাৰ মাজত ৰাখিছে, সেই বিষয়ে এওঁলোক হয় অৱগত নহয়, নহয় তেওঁলোকৰ কিবা উদ্দেশ্য প্ৰণোদিত স্বাৰ্থ আছে৷ আনহাতে অইন এটা পক্ষই ইতিমধ্যে প্ৰস্তুত কৰা ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জীত অজস্ৰ বিদেশী লোকৰ নাম সোমাইছে বুলি অভিযোগ তুলি নাগৰিক পঞ্জীখনকে নস্যাৎ কৰিবলৈ উঠি-পৰি লাগিছে৷ তেওঁলোকে গোটেই প্ৰক্ৰিয়াটোকে অসাৰ প্ৰতিপন্ন কৰিব বিচাৰিছে৷ ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জী প্ৰস্তুত কৰোঁতে, বিশেষকৈ দাবী আৰু অভিযোগ পৰ্বত মানুহৰ হাৰাশাস্তি নাই হোৱা বুলি কোনেও কোৱা নাই৷ হয়তো এই ক্ষেত্ৰত অসমৰ ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জী কৰ্তৃত্বই অধিক সতৰ্কতা আৰু সাৱধানতা অৱলম্বন কৰা উচিত আছিল৷ ঠিক একেদৰে প্ৰকাশ পাবলগীয়া নাগৰিক পঞ্জীখনত কোনো ভ্ৰান্তি নাথাকিব বুলিও কোনেও কোৱা নাই৷ পিছে, থাকিবলগীয়া মানুহৰ নাম নথকা আৰু নাথাকিবলগীয়া মানুহৰ নাম অন্তৰ্ভুক্ত হোৱাটোৰ শুধৰণি কৰিব লাগিব সম্পূৰ্ণ আইনী প্ৰক্ৰিয়াৰ দ্বাৰা৷ কিন্তু, কিছু খেলি-মেলি থাকিব পাৰে বুলিয়ে এন আৰ চিখন নস্যাৎ কৰাটো হ'ব অসমত বিভাজনৰ ৰাজনীতি চিৰস্থায়ী কৰাৰ এক ষড়যন্ত্ৰ৷ সেয়ে আমি অসমৰ ৰাষ্ট্ৰীয় নাগৰিক পঞ্জী ২০১৯ খনক এতিয়াৰে পৰা অসমত থকা ভাৰতীয় নাগৰিকৰ প্ৰাথমিক তথ্যপঞ্জী হিচাপে গণ্য কৰাটো বিচাৰোঁ৷ আমি লগতে এইটোও কওঁ যে যিখিনি মানুহৰ নাম এন আৰ চিত নাথাকিব, তেওঁলোকৰ যাতে কোনো মানৱাধিকাৰ ভংগ নহয় তাৰ প্ৰতিও  সকলোৱে মনোযোগ দিব লাগিব৷ এন আৰ চিৰ চূড়ান্ত তালিকা প্ৰকাশ পোৱাৰ পিছত উত্তেজনাৰ বশৱৰ্তী হৈ কোনেও যাতে সামাজিক শান্তি বিঘ্নিত কৰিব নোৱাৰে তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিবলৈ  জনসাধাৰণলৈ আমি গোহাৰি জনাইছোঁ৷ এই ক্ষেত্ৰত চৰকাৰ আৰু প্ৰশাসনো সতৰ্ক হৈ থাকিব লাগিব৷

ভাৰতৰ সংবিধানৰ পৰা জম্মু কাশ্মীৰৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য হোৱা ৩৭০ ধাৰা বাতিল কৰাকলৈ ৰাজ্যখনৰ, বিশেষকৈ কাশ্মীৰত যি  পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে সেই বিষয়ে আমি অতি উদ্বিগ্ন৷ সংবিধানৰ পৰা ৩৭০ ধাৰা বিলোপ কৰিব লাগে নে নালাগে সি এক বিতৰ্কিত বিষয়৷ কিন্তু জম্মু কাশ্মীৰ বিধানসভা অচলহৈ থকা সময়ত, কাশ্মীৰী জনসাধাৰণৰ মতামত নোলোৱাকৈ কেন্দ্ৰীয় চৰকাৰে সম্পূৰ্ণ এক পক্ষীয়ভাবে সিদ্ধান্ত লৈ ৰাজ্যখনক তিনিটা অংশত ভাগ কৰি, এখন পূৰ্ণ পৰ্যায়ৰ ৰাজ্যক কেন্দ্ৰীয় শাসিত ৰাজ্যলৈ অধোনমিত কৰাটো কোনো পধ্যেই সমৰ্থনযোগ্য নহয়৷ আমি কাশ্মীৰী জনসাধাৰণক আস্থাতলৈ কাশ্মীৰ সমস্যাৰ স্থায়ী সমাধানৰ পোষকতা কৰোঁ৷ কিন্তু, কাশ্মীৰত পাকিস্তান সমৰ্থিত সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপৰ বিৰুদ্ধাচাৰণ কৰোঁ৷ অসম নাগৰিক সমাজে আদিৰে পৰা সকলো ধৰণৰ সন্ত্ৰাসবাদী কাৰ্যকলাপৰ বিৰোধিতা কৰি আহিছে৷ কিন্তু ৩৭০ ধাৰা বিলোপ কৰাৰ নামত কাশ্মীৰৰ ৰাজনৈতিক নেতা সকলক গৃহবন্দী কৰি ৰখা,ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ বিৰোধী ৰাজনৈতিক নেতা সকলৰ ৰাজ্যখনত প্ৰৱেশ নিষেধ কৰা, তাৰ জনসাধাৰণৰ নাগৰিক অধিকাৰ খৰ্ব কৰা আৰু বাতৰি কাকতৰ ওপৰত নিষেধাজ্ঞা জাৰি কৰা কাৰ্যৰ আমি কেতিয়াও সমৰ্থন কৰিব নোৱাৰোঁ৷ সেয়েহে, কাশ্মীৰৰ জনসাধাৰণক আস্থাত লৈ অঞ্চলটোলৈ শীঘ্ৰে স্বাভাৱিক অৱস্থা ঘূৰাই আনিবলৈ কেন্দ্ৰীয় চৰকাৰৰ ওচৰত অসম নাগৰিক সমাজে দাবী জনায়৷

হৰেকৃষ্ণ ডেকা, সভাপতি
অজিত কুমাৰ ভূঞা, কাৰ্যকৰী সভাপতি
প্ৰশান্ত ৰাজগুৰু, উপ সভাপতি
পৰেশ মালাকাৰ, সাধাৰণ সম্পাদক
অখিল ৰঞ্জন দত্ত, যুটীয়া সম্পাদক
অসম নাগৰিক সমাজ

Sunday, August 18, 2019

Love story

A Poor Couple lived in a Small Village
in Kenya.They had only 1 Son. They
gave him the Best Education. Son
Graduated as an Engineer in the
nearby City. Eventually He got Married
to a Rich
Girl. Initially, They Lived with His
Parents in the Village.Soon the Wife
got Tired of Village Life & Persuaded
Her Husband to Move to the City
Leaving His Old Parents in the Village.
As Time went,the Husband saw an Ad
in the Newspaper about a Job Vacancy
in U.S .He was Successful & Lived in U.S
for 20 Years with His Wife.Regularly,
He used to Send Money to His Parents.
Eventually with Time, He Stopped &
Forgot about His Parents whether
They ever Existed. Every Day. He Pray
& Immediately after each Prayer He
used to see Someone telling Him in a
Dream that his Prayer is not Accepted.
One Day, He Related this Story to a
'Pious Aalim' who Advised Him to go
Back to Kenya to Visit.
His Parents,The Man Flew to Kenya &
Reached the Boundary of His
Village.Everything was Changed over
there.He could not Find His House.
So He asked to the Head of the Village
about the Whereabouts of His
Parents.The Head of the Village
directed Him to a House
& said: "In this House, Lives an Old
Blind Lady who Lost Her Husband a
Few Months Ago. She has a Son who
Migrated to US 20 Years back & Never
came Back again.
What an Unfortunate Man." Son enters
that Home & Finds His Mother on the
Bed.He Tip-Toed as He did not want to
Wake Her up. He hears His Mother
Whispering or Mumbling Something.He
gets Closer to Hear His Mothers Voice.
This is what His Mother was Saying:
"God ! I am now Very Old & Blind. My
Husband just Died. There is no One to
Lower Me in My Grave.when I Die. So
please Send My Son to Fullfill My
Last Wish".
This is the Ending of a Story where the
Prayer of a Mother is Accepted.A
Human Body can Bear only 45 Del
(units) of Pain. But at the Time of
Giving Birth, A Mother feels up to 57
Del (units) of Pain.
This is similar to 20 Bones getting
Fractured, all at the Same Time. This is
just to tell U the extent, to which a
Mother.
Loves Her Child.
So, Love Ur Mom till the End of Ur Life.
The Lady with whom U Fight almost
Everyday,Suffered so much Pain just
to give U a Beautiful
Life.

First night

: এই যে। আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া টাস করবেন না।
: মানে, কি বুঝলাম না।
: বুঝতে হবে না। আপনি আমাকে টাস করবেন না। করলে কিন্তু আমি কান্না করবো।
: ওকে। তাও কান্না করতে হবে না। এখন একটু সরে বসেন, আমি ঘুমাবো। এভাবে বিছানার মাঝখানে বসে থাকলে আমি ঘুমাবো কি ভাবে।
.
: শোনেন আমি আপনার ৫ বছরের ছোট। তাই আমাকে আপনি বলবেন না। আমাকে আপনি তুমি করে বলবেন। আর আমি আপনাকে আপনি করে বলবো।
: কেনো এমনটা হবে। হয় দুজনে তুমি বলবো না হয় আপনি।
: দেখুন কথা না শুনলে কিন্তু কান্না করবো।
: কি আজব,,,, কথায় কথায় কাদতে হবে নাকি।
: না আগে বলেন রাজি কিনা।
: ওকে, রাজি… তুমি ঘুমাবে না।
.
: শোনেন আজ রাতে আমি আপনি কেউ ঘুমাবো না।
: কেনো..
: আমি না সারা জীবন কোন প্রেম করিনি। সব সময় ভেবেছি, যাকে বিয়ে করবো, তার সাথেই প্রেম করবো। আর যত দিন তাকে ভালবাসতে পারবো না তত দিন তাকে টাস করতে দিব না।
: ওহহ আচ্ছা। এর সাথে না ঘুমানোর কি কারণ বুঝলাম না।
: আপনি আজ ঘুমাবেন না। আজ সারা রাত আপনার সাথে গল্প করবো।
: কি গল্প।
.
: আমার বরকে নিয়ে আমি যত স্বপ্ন দেখছি,,,, সেই গল্প।
: এমা,,,,, আমি না আজ খুব ক্লান্ত। কাল গল্প করি।
: না,,,,, আজকেই। আপনি ঘুমালে কিন্তু আপনার গায়ে পানি ঢেলে দিবো।
: কয় কি (এই শীতের রাতে) । না থাক তার চেয়ে বরং গল্প করি। বলো কি বলবে।
: আপনি তো আচ্ছা বরিং মানুষ। কথা বলতেও পারেন না ঠিক ভাবে। আমার নাম জিজ্ঞেস করেন।
.
: ওহহ আচ্ছা তোমার নামতো রাইসা, তাই না।
: আরে ধুর এভাবে কি কেউ জিজ্ঞেস করে।
: তাহলে কি ভাবে জিজ্ঞেস করে।
: বলবেন,,,, "তোমার নাম কি। "
: কিন্তু আমি তো তোমার নাম জানি।
: ইহহহহ,,,,,? আপনাকে কিন্তু.. ! ?? যা বলতে বলছি তাই বলেন।
: ওকে,,,, তোমার নাম কি?
: আমি রাইসা।
: কিসে পড়ো?
: অনার্স ২য় বর্ষ।
: আর কি?
: ধুর ছাই,,,, কি বরিং মানুষ আপনি।
: আবার কি করলাম।
: ওকে আপনার প্রশ্ন করতে হবে না। আমি নিজে থেকেই বলছি।
.
.
: যানেন আমার সব ফ্রেন্ড রা রিলেশন করতো। কিন্তু আমি করতাম না।
: কেনো।
: কারণ আমি আমার বরের দুষ্ট মিষ্টি বউ হতে চাইছি সব সময়।
: কি রকম।
: আমি সব সময় চাইছি,,,, আমার সব ভালোবাসা আমি আমার বরকে দিবো। আর ওকে খুব জ্বালাবো।
: কি রকম?
: জানেন আমার চাহিদা গুলো খুব সামান্য। আমার বাড়ি, গাড়ি, ভালো পোশাক, দামি ফার্নিচার কিছুই চাইনা।
.
: তাহলে কি চাই।
: রোজ সকালে আপনি যখন অফিসে যাবেন, তখন আমার কপালে একটা চুমু দিবেন।
: আর।
: দুপুরে খাবার আগে যেখানেই থাকেন, আমাকে একটা কল দিবেন। না হলে আমি না খেয়েই থাকবো।
: ওকে দিবো। আর।
: অফিস থেকে ফেরার সময় আমার জন্য, চকলেট, আইসক্রিম, ফুসকা, কিছু না কিছু আনতে হবে।
: আর।
.
: যদি কখনো ভুলে যান তবে আবার বাইরে পাঠাই দিবো।
: ওকে আনবো। আর।
: ভালবাসা দিবস, মেরেজ ডে, সহ সব ভালো ভালো দিনে আমায় নতুন করে প্রপোজ করতে হবে। কিন্তু কোন ফুল দেওয়া যাবে না।
: এটা কেমন কথা।
: জী এমনি কথা।
: আর।
: আমার কুয়াশা, চাদনী রাত, ঠান্ডা খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেতে হবে। ব্যস্ত থাকলে বলবো না।
: ওকে।
.
: মাঝে মাঝে চাদনী রাতে, বেল কোনিতে বসে এক কাপে দুজন কফি খাবো।
: এক কাপে কেন?
: হুম এক কাপেই খাবো।
: ওকে, আর
: মাঝে মাঝে বৃষ্টির রাতে ছাদে গিয়ে দুজন ভিজবো। আর আপনি কদম ফুল দিয়ে আমায় প্রপোজ করবেন।
: এই শহরে কদম ফুল কই পাবো।
: আমি জানি না। আর রাগ করলেও কদম ফুল দিয়ে রাগ ভাঙ্গাতে হবে।
: এটাতো রিতিমত টর্চার।
: সারা বছর কদম ফুল কই পাবো।
: আমি জানি না।
: আচ্ছা অন্য ফুলের কথা বলো।
: না। কদম ফুল না দিতে পারলে আমায় কোলে নিতে হবে। যতক্ষন মন ভালো হয়নি ততক্ষন কোলে নিয়ে থাকতে হবে।
: এই ৪৮ কেজির বস্তা কোলে নিলে আমি বাচবো??
.
: আমি জানি না। কদিন পর আরো মোটা হবো। তবুও কোলে নিতে হবে।
: বলেকি। প্রথমের গুলাইতো ভালো ছিল।
: সব গুলাই ভালো, কোলে নিবে কিনা বলেন।
: ওকে বাবা নিবো।
.
.
: শোনেন।
: হুম বলো।
: আপনার এই বোকা বোকা চশমাটা একটু খুলবেন।
: কেনো।
: আপনাকে দেখবো। এত মোটা ফ্রেমের চশমা পড়েন, এখনো ভালো করে আপনাকে দেখি নাই।
: আচ্ছা আমি ঘুমাবো,,,, কাল কথা হবে গুড নাইট।
.
.
: এই যে শোনেন এখানে তো একটা বালিশ, আমি কোথায় ঘুমাবো।
: আমার বুকের উপর।
: মানে..?
: তোমার যেমন আমাকে নিয়ে অনেক স্বপ্ন। ঠিক তেমন তোমাকে নিয়ে আমার একটা স্বপ্ন। আমার বউ সব সময় আমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। সারাদিন যত রাগ ঝগড়াই হোক , রাতের বেলা যেন কেউ কখনো অন্যজনকে ছাড়া না ঘুমাতে পারে

ঋণ ফেরতের অলৌকিক ঘটনা

"বনী ইসরাঈলের কোন এক ব্যক্তি
বনী ইসরাঈলের অপর এক ব্যক্তির নিকট এক হাজার দীনার ঋণ চাইল। তখন সে (ঋণদাতা) বলল, কয়েকজন সাক্ষী আন, আমি তাদেরকে সাক্ষী রাখব। সে বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট।
তারপর (ঋণদাতা) বলল, তা হলে একজন যামিনদার উপস্থিত কর। সে বলল, যামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ঋণদাতা বলল, তুমি সত্যই বলেছ।
এরপর নির্ধারিত সময়ে তাকে এক হাজার দীনার দিয়ে দিল।
তারপর ঋণ গ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগল, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। কিন্তু সে কোন যানবাহন পেল না।

তখন সে এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করল এবং ঋণদাতার নামে একখানা পত্র ও এক হাজার দীনার তার মধ্যে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বলল, হে আল্লাহ! তুমি তো জান আমি অমুকের নিকট এক হাজার দীনার ঋণ চাইলে সে আমার কাছে যামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম, আল্লাহই যামিন হিসাবে যথেষ্ট। এতে সে রাজী হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, তাতে সে রাজী হয়ে যায়। আমি তার ঋণ (যথাসময়ে) পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম, এই বলে সে কাষ্ঠখন্ডটি সমুদ্রে নিক্ষেপ করল। আর কাষ্ঠখন্ডটি সমুদ্রে প্রবেশ করল।

অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগল।

ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রতীরে গেল যে, হয়ত বা ঋণগ্রহীতা কোন নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। তার দৃষ্টি কাষ্ঠখন্ডটির উপর পড়ল, যার ভিতরে মাল ছিল। সে কাষ্ঠখন্ডটি তার পরিবারের জ্বালানীর জন্য বাড়ী নিয়ে গেল। যখন সে তা চিরল, তখন সে মাল ও পত্রটি পেয়ে গেল।

কিছুদিন পর ঋণগ্রহীতা এক হাজার দীনার নিয়ে এসে হাযির হল এবং বলল, আল্লাহর কসম! আমি আপনার মাল যথাসময়ে পৌঁছিয়ে দেয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম। কিন্তু আমি যে নৌযানে এখন আসলাম, তার আগে আর কোন নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণগ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে, এর আগে আর কোন নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরোর ভিতরে যা পাঠিয়েছিলে, তা আল্লাহ তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে এক হাজার দীনার নিয়ে ফিরে চলে গেল।"

সহিহ বুখারী, হাদিস নং ২২৯১
হাদিসের মান: সহিহ হাদিস

সুবাহান'আল্লাহ !!!

হযরত মুসা আ:’র জামানার চমৎকার একটি ঘটনা

হযরত মুসা আ: একবার আল্লাহ্
তায়ালাকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্!
জান্নাতে আমার সাথে কে থাকবে?
জবাবে বলা হলো,ওমুক কসাই !
জবাবে কসাইয়ের নাম শুনে মুসা আ:
খুবই আশ্চর্য হলেন।
অনেক খোঁজ করার
পর মুসা আ: তাকে বের করলেন।
দেখলেন, কসাই গোস্ত বিক্রিতে ব্যস্ত!
সবশেষে কসাই একটুকরো গোস্ত একটি
কাপড়ে মুড়িয়ে নিলেন।
অতঃপর বাড়ির দিকে রওয়ানা হলেন।
মুসা আ: তাঁর সম্পর্কে আরো জানার জন্যে অনুমতি নিয়ে পিছুপিছু তাঁর বাড়ি গেলেন।
কসাই বাড়ি পৌঁছে গোস্ত রান্না করলেন।
অতপর রুটি বানিয়ে তা গোস্তের ঝোলে
মেখে নরম করলেন।
তারপর ঘরের ভিতরের কামরায় প্রবেশ
করে শয়নরত এক বৃদ্ধাকে উঠিয়ে বসালেন । তারপর তার মুখে টুকরো টুকরো রুটি পুরে
দিতে লাগলেন।
খাওয়ার পর বৃদ্ধা কি যেন কানেকানে বললেন। অমনি কসাই মুচকি হাসলেন।
দূর থেকে মুসা আ: সব-ই দেখছিলেন।
কিন্তু, কিছুই বুঝলেন না।
মুসা আ: বৃদ্ধার পরিচয় এবং মুচকি হাসার
বিষয়টি কসাইকে জিজ্ঞেস করলেন।
কসাই বললেন, ওনি আমার মা!
আমি বাজার থেকে আসার পর সর্বপ্রথম
আমার মাকে রান্না করে খাওয়াই।
আর, মা খাওয়ার পর খুশি হয়ে আমার
কানের কাছে এসে আল্লাহ্ তায়ালার কাছে
এই বলে দোআ করেন, "আল্লাহ্ তায়ালা
তোমাকে বেহেস্ত দান করুক এবং মুসা আ:
এর সাথে রাখুক"!
আমি এই দোআ শুনে এই ভেবে মুচকি হাসি
যে, কোথায় মুসা আ: আর কোথায় আমি।


সদকা সম্পর্কে হযরত আলী (রাঃ)-এর একটি ঘটনা

একবার হজরত আলী (রাঃ) নিজ ঘরের দরজায় বসে ছিলেন। এমন সময় একটি ভিখারী এল।

হজরত আলী তার সন্তানকে বললেনঃ "যাও ভেতর থেকে তোমার মা ফাতিমার কাছ থেকে একটি দিরহাম নিয়ে এসো।"

ভিতরে যাবার পর হযরত ফাতিমা (রাঃ) খবর পাঠালেন যে, "ঘরে মাত্র চারটি দিরহাম আছে। তাদের ইফতার ও শিশুদের খাবারের জন্য।"

এই কথা শুনে হযরত আলী (রাঃ) বললেন, "তোমার মায়ের দেখি দিরহাম প্রতি ভালবাসা রয়েছে। যাও গিয়ে সবগুলো দিরহাম নিয়ে এসো।"

হজরত ফাতিমা (রাঃ) বললেন, "আমি তো দিতে নিষেধ করিনি। শুধু স্মরণ করিয়ে দিলাম।"

এই বলে তিনি সবগুলো দিরহাম দিয়ে দিলেন ও হযরত আলাী (রাঃ) সবগুলো দিরহাম সদকা করে দিলেন।

একটু পরেই এক ব্যাক্তি একটি উট নিয়ে এল। হযরত আলী (রাঃ) কে ঐ ব্যাক্তি বললোঃ "আমি আমার উটটি বিক্রী করবো। তুমি কি কিনবে?"

হযরত আলী (রাঃ) জবাব দিলেনঃ "কিনতে পারি তবে বাকীতে। আমি এটা বিক্রী করে তোমাকে মূল্য পরিশোধ করবো।"

লোকটি রাজী হয়ে গেল ও দরদাম করে ১৬০ (একশত ষাট) দিরহাম এর মূল্যে উটটি হজরত আলী (রাঃ) কে দিয়ে গেল।

কিছুক্ষণ পরে আরেক ব্যাক্তি এলো এবং উটটি দেখে হযরত আলী (রাঃ) কে বললোঃ "উটটি কি বিক্রী করবে? আমি কিনতে আগ্রহী।"

হযরত আলী (রাঃ) বললেনঃ "বিক্রী করবো ২০০ (দুইশত) দিরহাম এর বিনিময়ে।"

লোকটি রাজী হয়ে গেল এবং নগদ ২০০ (দুইশত) দিরহাম দিয়ে উটটি কিনে নিয়ে চলে গেল।

হযরত আলী (রাঃ) ১৬০(একশত ষাট) দিরহাম উটের মালিক কে দিয়ে দিলেন এবং ৪০(চল্লিশ) দিরহাম তার সন্তানের হাতে হজরত ফাতিমা (রাঃ) এর কাছে পাঠিয়ে দিলেন।

উপদেশঃ "সুবহানআল্লাহ! এটা হলো তাওয়াক্কুল। সদকা করলে আল্লাহর ওয়াদা দুনিয়াতে নগদ ১০ গুণ ও আখিরাতে আরও ৬০ গুন বদলা দিবেন। এই কথায় আমলকারী সাহাবী হযরত আলী (রাঃ) চার দিরহাম সদকা করলেন এবং ৪ এর ১০ গুণ অর্থাৎ ৪০ দিরহাম নগদ দুনিয়াতেই লাভ করলেন। এটাই আল্লাহর ওয়াদা। এর কোন কমবেশি হবেই না। তাই আনরাও ভাবি ও সর্বঅবস্হায় সদকা করি। ওয়ামা তওফিক ইল্লাবিল্লাহ। আমিন।।"

Thursday, August 8, 2019

Bangali romantic story

রাত ১২ টার সময় বউ আঙুল দিয়ে বার বার খোচাচ্ছে।
- এই ওঠো। ওঠোনা।
- উম কি হয়েছে, ঘুমোতে দাও তো।
- ইশ, তুমি কি উঠবে? নাকি পানি ঢেলে দিব?
আমি চোখ ঢূলু ঢুলু করে উঠে বসলাম।
- এই আমার ওয়াসরুম পেয়েছে।
চলো আমাকে ওয়াশ রুমে নিয়ে চলো।
-গ্রামীণ বাংলায় কোন ওয়াসরুম নেই। আছে শুধু
পায়খানা। যাবে ওখানে?
- হুম ওখানেই যাবো।
- থাক এখন যেতে হবে না। ঘুমাও, সকালে যেয়ো।
- ইশ আমার এখনই যেতে হবে। অনেক চাপ।
- কোনটা পেয়েছে? ছোট না বড়?
- দুটোই।
- ধুর , চলো তো।
ঘুম ঘুম চোখ নিয়ে বউকে নিয়ে রওনা হলাম পায়খানার
দিকে।
আমাদের গ্রামের বাড়িতে এখনো ইলেক্ট্রিসিটি
আসেনি । অনেক আগে দরখাস্ত দিয়ে রেখেছি। কিন্তু
কাজ হচ্ছে না। মনে হয় টাকা খাওয়াতে হবে । কিন্তু
বছরে দুই একদিনের জন্য এসে এত কিছু কে করে?
.
মোবাইলের ফ্লাস লাইট অন করে বউকে নিয়ে রওনা
হলাম গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী পায়খানার দিকে।
পায়খানার টিনের দড়জা খুলে দিতেই বউ হুর হুর করে
ঢুকে পরল।
- আরে সাবধানে যাও পরে যাবে কিন্তু।
বউ কোন কথা বলছে না।
কিছুক্ষন পর,
- এই শুনছ? ফ্লাস লাইটটা দাও তো। ভিতরে অনেক
অন্ধকার। আমার খুব ভয় লাগছে।
- কিভাবে দিব? দরজা খোলো।
- দাড়াও একটু। আমি দরজা খুলছি তার আগে তুমি ফ্লাস
অফ করো।
বউ দরজা সামান্য ফাক করল। আমি ঐ ফাক দিয়ে ঢুকিয়ে
দিলাম। মোবাইল।
বউকে বললাম ঠিকাছে তুমি তাহলে করো। আমি গিয়ে
ঘুমালাম।
- ঠিকাছে যাও।
ঘরের দিকে দু পা বাড়াতেই বউ আবার ডাকছে।
- এই শোনো। তুমি কি চলে গেছো?
- না যাইনি, বলো।
- এখানে তো কোনো জেট স্প্রে দেখছি না। পানির
ট্যাবও নেই। কিভাবে করব?
এইবার আসল সমস্যা শুরু হল।
.
বদনা না ভরে ঢুকেছো কেন?(রেগে গিয়ে)
এটা কি ঢাকার লাক্সারি ওয়াশরুম পেয়েছো?
এটা ল্যাট্রিন। এখানে ভেতরে কোনো জল থাকেনা।
জল ভরে নিয়ে যেতে হয়।
তোমাকে কতবার নিষেধ করেছিলাম আমার সাথে
বাড়ীতে যাওয়ার প্রয়োজন নেই। তুমি গ্রামে থাকতে
পারবে না। তবুও আসলে কেন আমার সাথে ?
- তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? নাকি বদনা
ভরে দিবে?
.
- টয়লেটে বদনা নেই
- হ্যা আছে কিন্তু তাতে এক ফোটাও পানি নেই।
- আমি এখন কি করতে পারি?
- স্টুপিড বদনা ভরে দাও।
নিজেকে শান্ত করে বললাম,
ঠিক আছে, দরজার ফাক করে বদনাটা বের করে দাও ভরে
দিচ্ছি।
.
বদনা নিয়ে টিউবওয়েলের কাছে চলে গেলাম।
টিউবওয়েলে চাপ দিতেই হ্যান্ডেল নেমে গেল।
টিউবওয়েল লিক হয়ে গেছে। সারারাত চাপলেও পানি
বেড় হবে না। অন্তত এক বালতি পানি ঢাললে
টিউবওয়েল ঠিক হবে। কিন্তু ওতো পানি তো নেই। এখন
কি করি?
বউকে আস্তে করে ডাক দিলাম।
- এই মাবা শুনছ, একটা সমস্যা হয়েছে।
বউ টয়লেটের ভেতর থেকে দাত কিড়মিড় করে জবাব
দিল,
- আমার নাম মাবা নয় মালা। তাড়াতাড়ি বদনা
ভরে দাও নইলে খবর আছে কিন্তু ।
- কিভাবে ভরব? চাপকলে পানি নেই। লিক হয়ে গেছে।
- আমি জানিনা কিভাবে ভরবে। ওমাগো এত মশা কেন
ভেতরে? বাদশাহ্ আমাকে বাচাও প্লিজ।
- আচ্ছা আচ্ছা ঠিকাছে, তুমি বসে থাকো। আমি
দেখছি। আমি বদনা ভড়ে আনছি । তুমি রেষ্ট করো।
.
আমাদের বাড়ির পাশেই মজিদ চাচার বাড়ি। বেচারা
এককালে উকিল ছিলেন। মুক্তিযুদ্ধও করেছেন। রাতের
১২ টার সময় তার বাড়িতে বদনা ভড়তে চলে গেলাম।
টিউবওয়েলে চাপ দিতেই ক্যার ক্যার আওয়াজ করতে শুরু
করল । প্রকট আওয়াজে মজিদ চাচার ঘুম ভেঙে গেল।
মজিদ চাচা ঘরের ভিতর থেকে জিজ্ঞস করল,
- কল পারে কেডা?
- চাচা আমি বাদশাহ্ ।
- এত রাতে কলপারে কি করো বাবা?
- চাচা পানি নিতে এসছি।
- তোমাগো টিউবওয়েল আবার খারাপ হইয়া গেছে?
- জ্বি চাচা।
- এত রাতে পানি দিয়ে কি করবা বাবা?
- চাচা, আপনার বউমা টয়...
- চাচা আমি নিজেই একটু টয়লেটে যাবো তো এজন্য
পানি নিতে আসছি।
- আমাগো টয়লেটে কইরা যাও সমস্যা নাই।
- না চাচা আমি বাড়িতে গিয়েই করব।
টিউবওয়েল এত শক্ত যে, চাপ দিতে গিয়ে হ্যান্ডেল
ফসকে গিয়ে নাকে এসে লাগল।
নাক দিয়ে ঝর ঝর করে রক্ত পরতে লাগল।
এরই মধ্যে চাচা আবার জিজ্ঞেস করল।
- বাবা সমস্যা নাই আমাগো টয়লেটে কইরা যাও।
ব্যাথার চোটে চাচাকে উল্টা পাল্টা বকা শুরু করে
দিলাম,
- এই মিয়া!! আপনি কথা বুঝেন না? বলতেছি বাসায়
গিয়ে করব। তারপরও বার বার বলেন এখানে করো,
, এখানে করো । আমার পাছায় কি সোনা দানা আছে যে
এখানে করে রেখে যাবো?
ফালতু লোক কোথাকার।
- এই পুলা তোমার সাহস তো কম না। তুমি উকিল মজিদরে
ফালতু লোক কও,
বলতে বলতে চাচা বাইরে বেড়িয়ে এলো।
- ফালতু বলব না কি করব? এক বদনা পানির জন্য এত প্রশ্ন
কিসের?
- এই পুলা, রাইত বারোটার সময় তুমি বদনা ভড়তে আইবা
আরেকজনের বাড়ি। টিউবওয়েল চাইপা সবার ঘুম হারাম
করবা, আর তোমারে কেউ জিগাইলেই দোষ?
- আপনি আসলেই একটা ফালতু লোক। বেশি কথা বলেন।
- এই পুলা একটা থাপ্পড় দিয়া দাত ফালায়া দিমু।
- দেন থাপ্পড় দেখি আপনার কত বড় সাহস? আপনের
বাপের কামাই খাই না। আমার বাপের কি কম আছে?
আশপাশের বাড়ি থেকে লোক জন জরো হতে লাগল।
সবাই টর্চ লাইট হাতে নিয়ে এমন ভাবে ধেয়ে আসতে
লাগল মনে হচ্ছে চোর ধরা পড়েছে।
.
- একজন আমার মুখের উপর টর্চ ধরতেই আবিষ্কার করল
আমার নাক দিয়ে রক্ত বেড় হচ্ছে। দূর থেকে কে যেন
চিৎকার করে সবাইকে জানিয়ে দিল, এই মজিদের বাড়ি
মারামারি লাগছে, সবাই ওঠো রে ওঠো।
রাত তিনটা পর্যন্ত এই নিয়ে ঝগড়া ঝাটি।
ভোর রাতেই গ্রামের মধ্যে শালিশ বসল।
সব মুরুব্বিরা এসে মজিদের বাড়ি জরো হল। বাড়ির
মহিলারা আমাকে সাপোর্ট করছে। কিন্তু মুরুব্বিরা
মজিদের দিকে টানছে । কে জানে এর মধ্যে ঘুসও দিয়ে
ফেলেছে নাকি? উকিলদের স্বভাব খারাপ। ঘুস নেওয়া
এবং দেওয়া ওদের কাছে পান খেয়ে পিক ফেলার মত
সহজ কাজ।
.
মেম্বার চাচা আমায় পশ্ন করল,
-বাদশাহ্ বাবা, ঘটনা কি হইছে একদম শুরু থেকে বলো।
আমি বলতে শুরু করলাম,
- চাচা একেবারে সাধারন বিষয়, রাত বারোটার সময়
আপনাদের বউমা বলল টয়লেটে যাবো। তাকে টয়লেটে
বসিয়ে রেখে আমি এই বাড়িতে আসলাম বদনা ভরতে।
কলের শব্দে মজিদ চাচার ঘুম ভেঙে গেল। তার পর মজিদ
চাচা নানান প্রশ্ন করতে লাগল, তার সাথে কথা বলতে
চাপ কলের হ্যান্ডের এসে নাকে লাগল আর তারপর
থেকেই এই কথা না শেই কথা দিয়ে বিবাদ শুরু হল ।
আমার কথা শুনে মুরুব্বিরা সবাই হো হো করে হাসতে
লাগল। চাচীরা সবাই আহারে আহারে করে আমাকে
নিয়ে বাড়ির দিকে রওনা হল।
.
আমি বললাম,
- দাড়ান চাচী। বদনাটা ভরে নেই।
- মজিদ চাচা সহ সবাই খিল খিল করে হাসতে লাগল।
(সাথে আমিও)
বদনা ভরে বাড়িতে চলে গেলাম। আমার সাথে কয়েকজন
চাচীও আসলো। একজন চাচী টয়লেটের সামনে গিয়ে
মালাকে ডাক দিলো,
- ও বউমা। বদনা নেও।
- বউ কোনো কথা বলছে না।
চাচী আবার ডাক দিলো,
- ও বউমা?
আহারে কখন মনে হয় গেছে।
আমি তখন ঘড়ি দেখলাম। পাচ ঘন্টা হয়ে গেছে মালা
টয়লেটের ভেতরে।
ভাবতেই চোখ কপালে উঠে গেল আমার।
চাচীকে বললাম চাচী দেখেন তো, দরজা লক করা আছে
কিনা?
- না- বাবা। দরজা খোলা আছে।
- ভিতরে ঢুকে দেখেন, কি অবস্থা।
চাচী ভিতরে ঢুকে টর্চ লাইট মেরে দেখে বউ আমার নাক
ডেকে ঘুমোচ্ছে।
.
বেলা দশটার সময় বউ এর ঘুম ভাঙল।
বউ এর হাতে একটা গরম চা ধরিয়ে দিয়ে জিজ্ঞেস
করলাম,
- সত্যি করে বলোতো তুমি আমার সাথে কেন এসেছো?
তুমিতো এর আগে কখনো আমার সাথে বাড়িতে আসতে
চাইতে না। এবার কেন এলে?
- তুমি আগে প্রমিজ করো। রাগ করবেনা এবং আমাকে
কিছু বলবেওনা।
- আচ্ছা প্রমিজ।
- তুমি সেদিন বললেনা, তুমি জীবনে একটা মেয়ের
সাথেই প্রেম করেছো, আর সে তোমার গ্রামেই থাকে।
আমি ভেবেছিলাম তুমি ওই মেয়ের সাথে দেখা করার জন্য গ্রামে যাবে। এজন্য তোমার সাথে এসেছি।
- কিছুক্ষন বউয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম।
(বিধি)
বউও আমার দিকে কিছুক্ষন ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে
রইল, তারপর জিজ্ঞেস করল,
- আচ্ছে গতরাতে কি হয়েছিল?
- মানে!! তোমার কিছু মনে নেই?
- না, শুধু টয়লেটে গিয়েছিলাম এটা মনে আছে। বাকিটা
কি?
- বাকিটা ইতিহাস।  পরে  বলবো।
.
😬😬😬🤣
গল্পও পড়ার মতো কিছু বন্ধু চাই।
অ্যাড করতে পারেন। কমেন্ট বলবেন আমি নিজে অ্যাড করে নিব।

First Night After The Wedding (Funny Story)


A rich and timid young man gets married, for the sake of the cause, with a girl from a good family. 
The day goes well and the buffet is a success. Finally, arrive the wedding night, atrocious moment of truth for a young first. 
The next day, the bride goes to see her mother, crying. 

  • Mom, it's horrible. He is bad. He knows nothing, and I could help him, show him, he did not do anything to me. 
  • Wait darling, I'll take care of it right now, says the mother who has already seen green and not mature. 
    She goes to see her son-in-law:
  • So it seems that this night was far from extraordinary … Do not worry, just think that the man is actually an animal, no more evolved than dogs . You've seen dogs, have not you? 
  • Uh, yes, ma'am! 
  • Well, just do like them, understood? 
  • Yes, Madam 
  • Satisfied, the beautiful mother returns to see her daughter. The next day, the girl goes to see her mother, crying harder than the day before. 
  • I do not know what you told him but he's more stupid than yesterday. 
  • Oh! yet I thought … 
  • But everything had started well. He undressed me and he got n@ked. 
    But then, he smelled my a$$, and he went to pee on the cabinet!

Monday, August 5, 2019

আমার রাতের আকাশ

আমার রাতের আকাশ 

দ্বিতীয় পর্ব ..
পাশে যেতেই 
ই উনি বললেন ,,
তুমি ￰অপর্ণা ?
হে দিদিমনি ,,আমি অপর্ণা ,গোপাল বুঝি আপনাকে আমার নাম খানা বলে দিয়েছে !
হে,অপর্ণা গোপাল আরও বলেছে  তোমার একখানা কাজের খুব দরকার ..আর তোমার পরিবারের দায়িত্ব এখন তোমার ই ..
হে দিদিমনি ,ঠিক তাই বাবা হটাৎ করে চলে গেলেন ,,আমি ছাড়া আমার মা ভাই বোনদের  দেখা শোনা করার আর কেউ নেই ...
হুমমমম,,বোঝলাম ....তোমাকে তো আমার সাথে শহরে যেতে হবে ...ওখানে অনেক মেয়েরা থাকে তাদের সাথে তুমিও  কাজ করবে ...আর মাসে একবার এসে বাড়ীতে পয়সা  দিয়ে যাবে ...
কিন্তু,দিদিমনি আমার মা খুব বোকা ,দিদি কথা বলতে পারে না কানে ও শুনে না ..ছোট ভাইবোন  গুলো খুবই  ছোট ..আমি বাড়ীতে না থাকলে তাদের দেখাশোনা  কে করবে ,,গ্রামের আশেপাশে কিংবা গ্রামেই  যদি কোনো কাজ জোগাড়  হয়ে যেতো..
দেখো অপর্ণা তাহলে আমি নিরুপায়  ,,আর তার সঙ্গে দুঃক্ষিত তোমার কোনো সাহায্য করতে পারলাম না ,,,,বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন  ...কিংকর্তব্যবিমূড় আমি অসহায়ের  মতো গোপালের দিকে তাকাতেই  সে বলে উঠলো ,,,,,বাড়ীর চিন্তা করিস  না অপু  আমি ওদের দেখাশোনা করবো ...তুই দিদিমনির  সাথে কাজে যা ,,আরে পাগলী পয়সা ছাড়া তুই বাড়ীর লোকেদের দেখাশোনা কি করে করবি ...
অগত্যা গোপালের কোথায় রাজি  হয়ে দিদিমনির হাত ধরে শহরের উদ্দেশে রওয়ানা হলাম ..
                  গ্রাম  ছেড়ে অল্প দূর যেতেই  একটি হলুদ  রঙের গাড়ীর পাশে যেয়ে দিদিমনির গাড়ীটি দাড়িয়ে পড়লো ..ইংরেজিতে খুব বেশি কাঁচা  থাকলেও গাড়ির উপর টেক্সি  লিখাটা পড়তে পারলাম ...গোপাল সামনের সিটে আমি আর দিদিমনি পেছনের  সিটে...গাড়ি থামতেই  গোপাল নেমে এসে পেছনের গেইট  খোলে আমাকে নেমে আসতে বললো ...
নেমে আসলাম ,,দিদিমনির গাড়িটা হুস করে বড়ো রাস্তা ধরে বেরিয়ে গেলো ...
গোপালের পিছন পিছন হলুদ গাড়িতে  উঠে বসলাম ,,,বুকের  মধ্যে চাপা ব্যাথা ,,মা দিদি ভাইবোন সবার কথা মনে পরতে লাগলো ..কি করছে ওরা !!,ঠিক মতো খাওয়া  দাওয়া  করবে তো ,,,দিদিমনি কিছু পয়সা দিয়েছিলেন ,,,আসার সময় মায়ের হাতে গুঁজে  দিয়ে বোঝেশুনে  খরচ  করো মা বলে এলাম ...চিৎকার করে কাঁদতে  ইচ্ছা  করছিলো ..পারলাম না ...গাড়িতে আরো একটি মেয়ে ও ছেলেকে দেখে ...মনে হচ্ছিলো গোপাল ওই ছেলেটির সাথে ইশারায়  কিছু বলছিলো ..
                              অনামিকা (Anamika)

Dua: that will protect you from 2face, evil and jealous people


اللّٰهُمَّ إنِّي أّعُوذُ بِكَ مِنْ خَلِيْلٍ مَّاكِرٍ عَيْنُهُ تَرَانِي، وَقَلْبُهُ يَرْعَانِي؛ إِنْ رَأَى حَسَنَةً دَفَنَهَا، وَإِذَا رَأَى سَيِّئَةً أَذَاعَهَا
.
"Oh Allaah, I seek refuge with you from a cunning friend whose gaze is upon me & whose heart is plotting & planning against me, such that if he sees something good, he buries it & if he sees something bad he spreads it."
.
(At Tabaraani in 'Ad Dua' (3/1425/1339)
.
O Allaah protect us from all the evil people around us aameen.
.
I get soo many messages from people experiencing issues with people around them. Haters, backbiters and different types of oppressors.
.
Commit this dua to memory and if you can add it to your morning and evening adhkar that would be an excellent protection.
.
And to all those people who backbite others always remember those who do this will be giving their very best deeds to those they backbite on Yawmul Qiyamah and they will give you their worst deeds.
.
And for those who are jealous of others. You are jealous of the Qadr of Allaah and angry at Allaahs decisions and those things that you are jealous may be the cause of a persons destruction so always think.
.
I pray Allaah forgive us our shortcomings, correct us and guide us aameen
.
Tag friends and family who might need this dua in shaa Allaah.
.
.
.
.
#propheticmedicine #sunnah#medicineoftheprophet #quran #quranhealing#ruqyah #islam #allah #prophetmuhammad#sunnahremedies #sunnahmedicine #quranreminder#islamicreminder #islamicreminders #hadith#hadithoftheday #islamicmedicine #ruqyah #seerah#islamicknowledge #followthesunnah #quranquotes#hadithquotes #sunnahealinguk #tafsir #tafsirquran

BRAIN BENEFITS OF BLACK SEED



.
In a 2014 study on adolescent males, black seed improved cognition, mood and decreased anxiety after previous studies found anti-anxiety, anti-depressant and anti-fatigue effects in mice.
.
In biomedical literature, over 536 research papers on "Black Seed" have been published to date. Black Seed's nutritional and therapeutic values have mostly been attributed to thymoquinone, nigellone and melatin in restoring hormonal balance, enhancing immune function and reducing inflammation including other human health benefits. Most importantly, consistent use of Black Seed significantly improves brain function associated with cognitive function, depression, epilepsy, memory and also prevents inflammation because they are especially loaded with polyunsaturated fatty acids, which are essential for protecting nervous system against any neuronal injury and/or disorders. .
Black seed can be take in seed or oil form. It also makes a lovely tea.
.
Black seed oil and many black seed products are available on my shop. Comment or DM for more info. .
.
.
.
.
.
#propheticmedicine #medicineoftheprophet#sunnahremedies #blackseed #ruqyah #hijab#hijama #hijamatherapy #sunnah #blackseedoil#islam #muslim #muslimah #allah #islamicreminder#islamichealth #islamicquotes #habbatsawdah#sunnahhealing #ibnqayyim #salafiyyah#islamicmedicine #sihr #islamicnutrition#healthymuslimah #nigellasativa #sunnahhealth#sunnahfood